রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে সজীব ইসলাম (২০) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার মোগলহাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সজীব ইসলাম লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকার শফিকুল ইসলামের ছেলে। সজিব তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

এলাকাবাসী জানান, লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকা থেকে সজীব ইসলামসহ ১১ জন যুবক মোগলহাটে গিয়ে ধরলা নদীতে গোসল করতে নামেন। নদীতে প্রবল স্রোত থাকায় এ সময় সজীব ইসলাম পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে বিকালে ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরী দল পানিতে নেমে অনেক চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি।

উদ্ধারকারী দলের টিম লিডার সহিদার রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ডুবুরী দল উদ্ধার তৎপরতা বন্ধ করে। ঘটনাস্থল থেকে ধরলা নদীর দুই কিলোমিটার ভাটিতেও উদ্ধার দল উদ্ধার তৎপরতা চালিয়েছিল। পানির স্রোতে নিখোঁজ যুবক বহুদুর ভাটিতে যেতে পারে বলে তিনি বলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com