সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

লালমনিরহাটে দালালির টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩

লালমনিরহাট প্রতিনিধি:: জমি বিক্রির দালালির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহীন মিয়া (৩৬) নামে এক যুবক নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) সকালে পাটগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে পাটগ্রাম পৌরসভার বানিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহীন ওই এলাকার সুলতান হোসেনের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- দুলাল, ভুট্ট ও শামীম। তারা তিনজনেই পাটগ্রাম পৌর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম পৌরসভার বানিয়াটারী এলাকার মৃত আবু হানিফের ছেলে বুলু মিয়ার জমি বিক্রির দালালি (মধ্যস্থতাকারী) করেন সুলতান আলীর ছেলে আব্দুল কাদের। ওই জমি বিক্রির দালালি বাবদ বুলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন আব্দুল কাদের। এ নিয়ে মঙ্গলবার রাতে বুলু মিয়ার সঙ্গে আব্দুল কাদেরের লোকজনের প্রথমে হাতাহাতি পরে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল কাদেরের ভাই শাহীন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তার নাম পরিচয় প্রকাশ করেনি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com