মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান (৫২) উপর সন্ত্রাসীরা হামলা চালানো হয়েছে। এ সময় তার নিকট থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে গুরুতর আহত দলিল লেথক হামিদুর রহমানকে সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
মঙ্গলবার (২৭ আগষ্ট) রাত ৮টায় সদর হাসপাতাল রোডস্থ আপনপাড়া সিরাজুল পেট্রোল পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই দলিল লেখক মো. হামিদুর রহমান বাদী হয়ে লালমনিরহাট আপনপাড়া এলাকার এন্তা মিয়ার পূত্র সোহেল রানা (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে সদর থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ওইদিনও সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান অফিসের কাজ শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি কুলাঘাট দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসপাতাল রোডস্থ আপনপাড়া সিরাজুল পেট্রোল পাম্পের সামনে যাওয়া মাত্র পূর্বপরিকল্পিতভাবে ওই এলাকার সোহেল রানাসহ অজ্ঞাত ৪/৫ জন ধারালো রামদা ও লোহার রড দিয়ে এ হামলা চালায়। এ সময় হামিদুল মটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা হামিদুর রহমানের মোটরসাইকেলটিও ভাংচুর করে। পরে হামিদুর রহমান অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তার পকেটে রক্ষিত ১ লক্ষ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে পথচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ওই সময় টহল পুলিশের সহায়তায় স্থানীয় পথচারীরা আহত হামিদুর রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় মঙ্গলবার রাতেই দলিল লেখক মো. হামিদুর রহমান বাদী হয়ে লালমনিরহাট আপনপাড়া এলাকার এন্তা মিয়ার পূত্র সোহেল রানা (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে সদর থানা একটি অভিযোগ দায়ের করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।