রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে জেলা ইজতেমা কমিটির সুরা সদস্য মোঃ মাইনুদ্দিন হাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লালমনিরহাট জেলা ইজতেমা পরিচালনা কমিটিতে আমরা চারজন রয়েছি। বুধবার সকাল থেকে মুসল্লিরা মাঠে আসা শুরু করেছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর পরই শুরু হবে বয়ান। এবারে ইজতেমায় লালমনিরহাট জেলার পাঁচ উপজেলা ও দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মুসল্লি অংশ নিবেন বলে আশা করছি। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসুল্লীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলাকে নিরাপত্তা চাঁদরে ঢাকা হয়েছে।