সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

লালমনিরহাটে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স

লালমনিরহাট প্রতিনিধি:: ভুমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের নিমিত্তে প্রত্যেক ভুমি মালিকগণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সব ধরনের ডিজিটাল ভুমিসেবা প্রদানের বিষয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

ভুমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া, ডিজিটাল ভুমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করাই ডিজিটাল ভুমিসেবার মুল লক্ষ্য।

রোববার (৬ জুন) হাতীবান্ধা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে আগামী ৬ জুন হতে ১০ জুন ২০২১ ইং পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামিমা সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হকসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফং এ ইউএনও সামিউল আমিন বলেন, ভুমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের জন্য প্রত্যেক ভুমি মালিকগণকে প্রথমে বিনামূল্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পুন্ন করতে হবে। অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দেওয়া যাবে। ভূমি কর দেওয়ার এ সুবিধার কারণে দেশের মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে মানুষের ভূমি-সংক্রান্ত হয়রানি কমবে ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com