মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় মজিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মজিবর ওই এলাকার মাস্টারপাড়া গ্রামের মৃত কান্দুরা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বুড়িমারী রেল লাইনের পাশে ছাগল বেঁধে রাখেন বৃদ্ধ মজিবর। হঠাৎ ট্রেনের শব্দ শুনে ছাগলটি আনতে গেলে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহাদুল হোসেন বলেন, ভোটমারী রেলওয়ে স্টেশন মাস্টার ও লালমনিরহাট রেলওয়ে থানা (জিআরপি) পুলিশকে খবর দেওয়া হয়েছে।