বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রাক্টর মালিক-শ্রমিকদের প্রতিবাদ মিছিল

লালমনিরহাট প্রতিনিধি : বিভিন্ন নির্বাচনসহ সরকারি-বেসরকারি উন্নয়ন কাজে ট্রাক্টরের (টলির) ভূমিকা থাকার পরেও প্রশাসনের অব্যাহত জেল-জরিমানার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্রাক্টর মালিক-শ্রমিকরা।

রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে জেলার কালেক্ট্ররেট মাঠে প্রায় ৫ শতাধিক ট্রাক্টর ও ৪/৫ হাজার ট্রাক্টর মালিক-শ্রমিক জমায়েত হয়ে এক প্রতবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ট্রাক্টর মালিক সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন মুলক কাজে যখন প্রয়োজন পরে তখন আমাদের ট্রাক্টরের দরকার হয়। তখন এই ট্রাক্টরের বৈধতা দেয়া যায়। আর যখন আমাদের ট্রাক্টর শ্রমিকরা পাবলিক কাজে ভাড়া যায় তখন সড়কে এই ট্রাক্টর অবৈধ হয়ে যায়। তিনি আরো বলেন, একটি ট্রাক্টরে ড্রাইভারসহ ৪ থেকে ৫ জন শ্রমিক কাজ করে তাদের সংসারের খরচ চালায়। এই ট্রাক্টর গুলো আছে বলেই জেলায় প্রায় ৭/৮ হাজার জনগনের কর্মসংস্থান হয়েছে।

জেলার কিছুটা হলেও বেকার সমস্যার সমাধান হয়েছে। অথচ আমাদের ট্রাক্টরের শ্রমিকরা ভাড়া মারতে গেলে এ্যাসিল্যান্ড, ইউএনও অভিযান চালিয়ে ট্রাক্টর ভাংচুর, অগ্নিসংযোগ ও জেল জরিমানাও করেন। এতে ওই ট্রাক্টরের মালিকসহ শ্রমিকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।ট্রাক্টর ভাংচুর করায় দিনের পর দিন বসে থাকতে হয়। সংসারের খরচ চালাতে পারেন না। পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন যাপন করতে হয়।

সমাবেশ শেষে পৌর মেয়র রেজাউল করিম স্বপনের নেতৃত্বে কালেক্টর মাঠ থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ট্রাক্টর মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি পেশ করেন। এসময় ট্রাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক ও ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর রাসেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেনসহ প্রায় শতাধিক ট্রাক্টর মালিক ও এদের শ্রমিকরা উপস্থিত ছিলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com