বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় ফিলিংস স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাংঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে মালবাহী একটি ট্রাক মিশনমোড় হয়ে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিনিময় ফিলিংস স্টেশনের সামনে পৌছুলে সেখানে সাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রকে পিছন থেকে ধাক্কা দেয় পণ্য বোঝাই ট্রাকটি। ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের সাইকেল ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় সাইকেলে থাকা অপর আরোহী বেচে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি নশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com