মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের পাটগ্রামে শহিদুন্নবী জুয়েল হত্যা মামলায় বুড়িমারী মসজিদের খাদেমসহ চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম এ আদেশ দেন।
ওই চারজন হলেন- মসজিদের খাদেম জোবেদ আলী, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন ও মেহেদী হাসান রাজু।
এর আগে, মঙ্গলবার পাঁচজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এদিকে, এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে বুড়িমারীর উফারমারা থেকে আবু নাঈম ও আব্দুল গণি নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে জুয়েল হত্যা মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক।
তিনি জানান, গ্রেফতারদের বৃহস্পতিবারই আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার অভিযোগ এনে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ আগুনে পুড়িয়ে দেয়া হয়।