বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে নিজের পোষা দুইটি ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই জমিলা বেগম (৪২) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান আলীর স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবন্ধী জমিলা বেগম তার বাড়ির পাশের রেললাইনে নিজের পোষা দুইটি ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন।এসময় লালমনিরহাটের দিক থেকে একটি ট্রেন আসতে দেখে দ্রুত রেললাইনের ওপরে এসে সেখনে থাকা একটি ছাগলকে বাঁচাতে যান। পরে তার অসাবধানতায় ট্রেনটি তাকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, পরিবারের আপত্তি না থাকায় পোস্টমর্টেম ছাড়াই নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।