বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

লালমনিরহাটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ রনজু মিয়া (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মুস্তফিহাট এলাকার বিনিময় প্রাইম ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রনজু মিয়া লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ এলাকার মোঃ ভোলা মিয়ার ছেলে।

লালমনিরহাট সদর থানা মোঃ ওমর ফারুক জানায়, জেলাকে মাদক মুক্ত রাখতে লালমিরহাট জেলা পুলিশ সব সময় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মুস্তফিহাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানকার প্রাইম ফিলিং স্টেশনের সামনে থেকে এক যুবককে সন্দেহমুলক একটি ব্যাগসহ আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করলে ব্যাগে প্লাস্টিকের কাগজ দিয়ে পেছিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার এবং আটক ওই ব্যাক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তার মাদক ব্যনসায়ী রনজু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় জেলাকে মাদক ও জুয়া মুক্ত রাখতে আগামীতেও জেলা পুলিশ প্রসাশনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com