মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

লালমনিরহাটে কিশোরীকে গণধর্ষণ

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের যাত্রী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় শালিস বৈঠকের জরিমানা মাতব্বরদের পকেটে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ প্রেস ক্লাব এলাকা থেকে ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নেয় কালীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও ধর্ষিতা কিশোরী জানান, রংপুরের কাউনিয়া এলাকার মামার বাড়ি থেকে বাবা মাহীন এতিম কিশোরী (১৫) গত সোমবার (৫ অক্টোবর) লালমনিরহাটের পাটগ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে পরদিন সন্ধ্যায় লালমনিরহাটগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাউনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন কালীগঞ্জের কাকিনা স্টেশনে দাঁড়ালে ওই কিশোরী নাস্তা করতে নেমে পড়ে। এ সময় কাকিনা স্টেশনে নিজেকে রকি পরিচয় দিয়ে এক ছেলে জানতে চাইলে ওই কিশোরী কাউনিয়া যাচ্ছে বলে পরিচয় দেয় যুবক রকিকে। এ সময় রকিও নিজেকে কাউনিয়ার বাসিন্দা বলে পরিচয় দেয়। এরই মাঝে ট্রেন স্টেশন ছেড়ে গেলে রকি অটোরিক্সা যোগে কাউনিয়া যাবেন এবং সেই অটোরিক্সায় তাকে বাড়ি পৌছে দেয়ার প্রতিশ্রতি দেয়।

ওই প্রতিশ্রতি মোতাবেক একটি অটোরিক্সা যোগে রকি নামের ওই যুবক কিশোরীকে নিয়ে কাউনিয়া যাওয়ার কথা বলে বিভিন্ন সড়কের ঘুরে মধ্যরাতে একটি সেচ পাম্পের নির্জন ঘরে নিয়ে রকির আরো তিন বন্ধসহ চার যুবক মিলে পালাক্রম কিশোরীকে ধর্ষণ করে। পরদিন বুধবার (৭ অক্টোবর) সকালে মুখ না খোলার শর্তে কিশোরীকে মুক্তি দেয় চার যুবক। পরে অসুস্থ কিশোরী পথ ভুলে চলতে থাকলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে সে। ফলে স্থানীয়দের সহায়তায় এক গ্রাম পুলিশ সদস্যের বাড়িতে আশ্রয় নেয় ধর্ষিতা কিশোরী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বররা বৈঠকে বসে ধর্ষণকারী যুবকদের সনাক্ত করে মোটা অংকের টাকা জরিমানা আদায় করেন বলেও ধর্ষিতা কিশোরী দাবি করে।

জরিমানার টাকা কিশোরীকে না দিয়ে উল্টো তাকে হুমকী ধমকি দিয়ে পথখরচ দুই হাজার টাকা দিয়ে মাতব্বররা তাকে পাঠিয়ে দেয় বলে অভিযোগ করেন ধর্ষিতা ওই কিশোরী। পরে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে কিশোরী কালীগঞ্জ প্রেস ক্লাবে আশ্রয় নেয়। প্রেস ক্লাবে ঘটনার লোমহর্ষক এ বর্ণনা শুনে সাংবাদিকরা থানা পুলিশকে অবগত করেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। ধর্ষিতার দেয়া তথ্যমতে প্রাথমিক তদন্ত শুরু করে কালীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) ফরহাদ হোসেন বলেন, ধর্ষিতা কিশোরীর দেয়া তথ্যের প্রাথমিক তদন্ত করে একটি মামলা নেয়ার প্রক্রিয়া চলামান রয়েছে। একই সাথে অভিযুক্তদের প্রকৃত পরিচয় প্রায় নিশ্চিতের পথে। পুলিশী অভিযান অব্যহত আছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com