শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে প্রাইভেটকারের ভিতরে সাড়ে ২৮ কেজি গাঁজাসহ মোঃ মইন উদ্দিন (২৩) নামে এক কার চালককে আটক করেছে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজার থেকে কারসহ ওই চালককে আটক করা হয়।
আটককৃত কার চালক মোঃ মইন উদ্দিন কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার সরকারটারী এলাকার মোজাম্মেল হকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে সাপ্টিবাড়ি বাজারে অভিযান চালানো হয়। পরে বাজার এলাকায় সন্দেহজনক একটি সাদা রং এর ঢাকা মেট্রো ঘ-১১-১৬-১৩ নম্বরের প্রাইভেটকার আটক করে। পরে তল্লাশি চালিয়ে কারের ভিতরে বিশেষ কায়দায় প্লাষ্টিকে মোরানো ৫ কেজি ওজনের ৬টি গাঁজার প্যাকেট উদ্ধার এবং চালককে আটক ও কারটি জব্দ করা করা হয়।
ডিবির ওসি আমিরুল ইসলাম জানান, আটককৃত কার চালকের স্বীকারোক্তিতে আমরা নিশ্চিত গাঁজার চালানটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আলিম নামে মাদক ব্যবসায়ীর। তাই তাকে ও কার চালক মইন উদ্দিনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।