বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় এক ধর্ষক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিহাটে কলেজ ছাত্রী গণধর্ষনের মূলহোতার বন্ধু ধর্ষক মাসুম মিয়া (২৫)কে গ্রেপ্তার করেছেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ধর্ষক মাসুম মিয়া মহেন্দ্রনগর ইউনিয়ন দক্ষিণ আমবাড়ী এলাকায় দিলদার হোসেনের ছেলে।

জানা যায়, দুই বছর আগে বিমানবাহিনীর সদস্য পরিচয়ে সোহাগ নামে এক যুবক লালমনিরহাটের একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের এই প্রেমের সম্পর্ক চলতে থাকে দুই বছর ধরে। একপর্যায়ে গত ১৭ জুন বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজ ছাত্রীকে ডেকে নেন কথিত প্রেমিক ছদ্মনামধারী সোহাগ। সেখানে গল্প করতে করতে অন্ধকার ঘনিয়ে আসে। এক পর্যায়ে অন্ধকার নেমে আসলে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ওই কলেজ ছাত্রীকে জোরপুর্বক ধর্ষণ করেন সোহাগ। এরই মধ্যে পুর্বে থেকে লুকিয়ে থাকা সোহাগের দুই বন্ধু সেখানে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহাগ সেখান থেকে চলে যান। পরে তার দুই বন্ধুর একজন ওই কলেজ ছাত্রীকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এতে ওই কলেজ ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে সেখানে পড়ে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ভুট্টা ক্ষেতে নিয়ে ওই কলেজ ছাত্রীকে জোরপুর্বক ধর্ষণের দুই ধর্ষকের একজন মাসুম মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাপ্টিবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com