বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩১ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

পুলিশ জানায়, গত ১৭ জুন বিকেলে ওই কলেজ ছাত্রী তার প্রেমিকের সাথে ঘুরতে যায় লালমনিরহাট বিমানবন্দরের রানওয়ে এলাকায়। সেখানে ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ‍্যা হলে কথিত ওই প্রেমিক ও তার তিন সহযোগী রানওয়ের পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ধর্ষনের শিকার হওয়ার পর মুমূর্ষু অবস্থায় নিজের মোবাইল ফোন থেকে বড় বোনকে ফোন করেন ওই কলেজ ছাত্রী। বিষয়টি টের পেয়ে ধর্ষকরা কলেজ ছাত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে এসে তিনি এক পথচারীর মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ফোন করেন।

পরিবারের সদস্য ও কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন বড় বোন সদর থানায় একটি ধর্ষন মামলা করেন।

পুলিশ একে একে সোয়াইব সরকার সজীব, আনছার আলী ওরফে সোহাগ ও মাসুদকে গ্রেপ্তার করে। সবশেষে মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে শনিবার (২৯ জুলাই) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘কলেজ ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার মুল হোতা ফারুকসহ সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কয়েক দিনের মধ্যেই আমরা এ মামলায় চার্জশিট আদালতে দাখিল করব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com