বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

লালমনিরহাটে করোনায় নতুন শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৩৪৫

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের ৩ কর্মচারীসহ নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাতে লালমনিরহাট সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, সদর হাসপাতালের ৩জন, আনসার সদস্য ২জন ও জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল হকের পরিবারের ২জন সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের আরো ১০জনসহ গত ২৪ ঘন্টায় শুধু সদর উপজেলাতেই নতুন করে আরো ১৭ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪৫ জনে। এর মধ্যে ২১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৩জন।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর পিসিআর ল্যাব ও ঢাকা শেরেবাংলা নগর ল্যাবে রবিবার বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়। এতে করে ১৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com