বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৪ জনে। এর মধ্যে ১৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৩ জন।
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাট সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলায় ১জন ও সদর উপজেলায় ৯ জনসহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০ জেনর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর পিসিআর ল্যাব ও ঢাকা শেরেবাংলা নগর ল্যাবে বুধবার বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়। এতে করে ১০ জনের শরীরে করোনা ধরা পড়ে।