বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের কালীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খ, ম শফিকুল আলম খন্দকার (খোকা) মারা গেছেন।
শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খ, ম শফিকুল আলম খন্দকার (খোকা)সহ এ নিয়ে লালমনিরহাট জেলায় করোনায় তিনজন চেয়ারম্যানের মৃত্যু হলো। করোনার শুরু থেকে খাদ্য সহায়তাসহ মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে গেছেন তারা।
শফিকুল আলমের বড় ছেলে মোফাখখারুল ইসলাম রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হার্ট অ্যাটাক করলে তার বাবা শফিকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জ্বর-সর্দি দেখা দিলে ২২ আগস্ট করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হলে করোনার ফলাফল পজেটিভ আসে। পরে তাকে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শফিকুল আলম খন্দকার (খোকা) জাতীয় পার্টি থেকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাড়ি উপজেলার দলগ্রাম ইউনিয়নের গ্যাগরা গ্রামে। দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, এর আগে করোনায় আক্রান্ত হয়ে ২১ আগস্ট হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ও ২৩ আগস্ট পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন মারা যান।