সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

লালমনিরহাটে করোনায় আরও একজনের মৃত্যু, মোট মৃত্যু ১২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুকুল চন্দ্র (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ১২ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মুকুল চন্দ্র সদর উপজেলার উত্তর সাপটানা এলাকার মৃত ভরত চন্দ্রের ছেলে।

মৃত মুকুলের পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, স্বর্দি, শ্বাসকষ্টে ভুগছিল। পরিবারের সবাই তার করোনা হয়েছে বলে ধারনা করে বাড়িতেই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা করাচ্ছিলেন। বুধবার (২১ এপ্রিল) রাতে শারীরীক অবস্থার অবনতি হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে চিকিৎসাদিন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) নির্মলেন্দু রায় জানান, করোনায় আক্রান্তের লক্ষন নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করছেন কি না তারা নিশ্চিত নন। মৃত ব্যক্তির নমুনা নিয়ে রংপুরে পাঠানো হয়েছে রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে। এর আগেও গত (১৮ এপ্রিল) আদিতমারী উপজেলায় একই ভাবে একজনের মৃত্যু হয়েছিল পরে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এ পর্যন্ত লালমনিরহাট জেলায় করোনায় আক্রান্ত এক হাজর ৩২ জন, সুস্থ ৯শত ৮৭ জন এবং মৃত্যু ১২ জনে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com