বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

লালমনিরহাটে এবার করোনায় জেলা আ’লীগ নেতার স্ত্রীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, লালমনিরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল হকের স্ত্রী সমাজ সেবী নাজনীন হক (৫০) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে লালমনিরহাট কেন্দ্রীয় কবর স্থানে তাহার দাফন সম্পর্ন হয়।

এর আগে সোমবার (২০ জুলাই) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সমাজ সেবী নাজনীন হক লালমনিরহাটের আইপিপি ও সাহিত্য ও সামাজিক সংগঠন স্বর্ণামতি নন্দিনীর উপদেষ্টা ছিলেন।

শনিবার (১৮ জুলাই) জ্বর, সর্দি, গলাব্যাথা ও শ্বাসকষ্ট বেড়ে গেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

পরিবার সুত্রে জানা গেছে, কয়েক দিন আগে জ্বর, সর্দি, গলাব্যাথা সমস্যা দেখা দিলে আদিতমারী স্বাস্থ্য বিভাগ ওই পরিবারের ১০ জনের নমূনা সংগ্রহ করেন। পরে ৫ দিন পর নাজনীন হক (৫০) করোনা পজেটিভ রির্পোট আসে। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপর্টে রাখা হয়। সোমবার রাতে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ওই পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে নাজনীন হক (৫০) করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

তাঁর অকাল মৃত্যুতে সমাজ কল্যাণ মন্ত্রী মোঃ নরুজ্জামান আহম্মেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী ও ক্যাপ্টেন অবঃ মোঃ মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ মতিয়ার রহমান ও কবি, সাহিত্যিক ও সমাজ সেবি ফেরদৌসী রহমান বিউটি শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com