মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে এক কোদাল মাটি নেওয়ার কারনে কুলছুম বেগম (৩০) নামে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুলছুম বেগম লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে কুলছুম বেগম লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার হাড়িভঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
শ্লীলতাহানির শিকার কুলছুম বেগম উপজেলার হাড়িভাঙ্গার গরের পার এলাকার মোঃ সেলিম উদ্দিনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি জমিতে বসবাসকারি কুলছুম বেগম ঘর লেপার জন্য তার টিনের চালার পাশ হতে এক কোদাল মাটি তুলে নেয়। এসময় আরিফুলসহ অন্যান্য অভিযুক্তরা তাকে মাটি নিতে বাধা দেয় এবং উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ কারনেই কুলছুমের বাড়ি উচ্ছেদের চেষ্টা করে অভিযুক্তরা। অভিযোগে কুলছুম বেগম আরও উল্লেখ করেন, সরকারী জমি থেকে কোদাল দিয়ে মাটি নিতে গেলে তারা আমাকে গালমন্দ করে এবং আমার বাড়ি উচ্ছেদের চেষ্টা করে। আমি বাধা দেওয়ায় আরিফুল ইসলাম (২০), শফিকুল ইসলাম (৫০), পুর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়ির বেড়া ভাংচুর করে। ফলে আর্থিকভাবে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়। এরপর আমি তাদের বাধা দিতেই তারা আমার উপর আক্রমণ চালিয়ে বিবস্ত্র করে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আমি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।