বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

লালমনিরহাটে একই পরিবারের ৪জন হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের একই পরিবারের চার সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামের রীতি ও বাংলাদেশের আইন অনুসারে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন।

 

স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে আল্লাহর নামে কলমা পড়ে ওই চার জন মুসলিম হন। মুসলিম হওয়া চার সদস্য হলেন মো: উমর আলী,মো: আব্দুল্লাহ মোছা: রাবেয়া বেগম ও মোছা: রোকসানা বেগম। হিন্দু ধর্মে থাকাকালীন তাদের নাম ছিল,যথাক্রমে অমল,রতন,রেবা ও পিংকি। হিন্দু ধর্ম ত্যাগ করে কলমা পড়ে মুসলমান হওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর খোঁজ নিয়ে জানা যায় ওই পরিবারের আরো দুইজন নারী সদস্য আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে আসা ওমর আলী জানান তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতেন, এতে তার ভালো লাগতো তাকে হিন্দু বা মুসলিম কোন ধর্মের লোকেই চাপ দেইনি।

স্থানীয় মুসলিম ও হিন্দু পরিবারের লোকজন জানান ওমর আলীর পরিবার সেচ্চায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছে।

এ বিষয়ে হারাটী ইউনিয়নের আমবাড়ী এলাকার বাইতুল মামুর মসজিদের পেশ ইমাম রবিউল ইসলাম জানান কোন ধর্মের মানুষকে জোড় জবরদস্তি করা যায় না তবে সেচছায় কেউ চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। তিনি আরও বলেন ওই ঘটনায় আমিও উপস্থিত ছিলাম পরিবারে দুজন সদস্য রংপুরের আদালতে ও দু জন সদস্য লালমনিরহাটের আদালতের মাধ্যমে দেশের আইন অনুযায়ী মুসলিম ধর্ম গ্রহণ করেছেন।

কলেমা পড়িয়ে মুসলমান র্ধমে আনুষ্ঠানিক ভাবে আসায় মাওলানা জালাল উদ্দিন জানান,বাংলাদেশের আইন ও ইসলাম ধর্ম মোতাবকে কলমা পড়িয়ে তাদের মুসলমান বানিয়েছেন। আল্লাহ পরিবারের প্রতি যেন হেদায়েত দান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com