সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এর আগে রোববার রাতে ওই উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ওই উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)।
পাটগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণ জানান, গত ৭ এপ্রিল ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাঁধা ও গাড়ী ভাংচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী। এ ব্যাপারে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলা করা হয়। এ সময় সরকারী কাজে বাঁধাসহ ইউএনওথর গাড়ী ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।