শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

লালমনিরহাটে আবারও ছাত্রলীগ-ছাত্রদল সংর্ঘষ, বিএনপির ২২জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের পৃথক পৃথক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের ২২জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে ওই উপজেলার বড়খাতা ও সানিয়াজান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়খাতা এলাকায় ছাত্রদলের দুই জন কর্মীকে মারধর করেন ছাত্রলীগ এমন অভিযোগ ছাত্রদলের। এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সানিয়াজান এলাকায় স্থানীয় আওয়ামীলীগ অফিসে হামলা চালানোর চেষ্টা করে। এতে ছাত্রলীগের সাথে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটে।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ, সবুজ ও সজুনসহ উভয়পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন।

পরে বুধবার দুপুরে জয়নাল হাজারী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর পরই আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com