বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে অবৈধভাবে পুকুর খনন, লাখ টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের গোকুন্ডায় অবৈধভাবে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২ জুন) দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ের কাশিনাথঝাড় এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় পুকুর মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ আরো চারজনের নামে একটি নিয়োমিত মামলা দায়ের হয়।

দন্তপ্রাপ্ত রফিকুল ইসলাম ওই ইউনিয়নে বালাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, রফিকুল ইসলাম তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে অন্যের বাড়ির সাথেই অবৈধভাবে পুকুর খনন করছিলেন। সেখানকার মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলেন। এতে পুকুরের পাশে বসবাসকারী পরিবার গুলো বৃষ্টি এলে ভাঙ্গনের হুমকীর মুখে পড়বে। এছাড়া ট্রাকে করে মাটি বহন করায় সরকারী পাকা সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ওই এলাকার লোকজন অভিযোগ করায় সেখানে অভিযান চালিয়ে রফিকুল নামে একজনকে আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার একলাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রমে কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া মাটি খননের মেশিন (ভেকু) ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।

এ সময় পুকুরের মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ চার জনের নামে একটি নিয়োমিত মামলা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com