বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে শৈত্য প্রবাহে শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়া গৃহবধূ সাজেদা বেগম(৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা। এর আগে ২২ জানুয়ারি রাতে অগ্নিদগ্ধ হয় সে।
নিহত সাজেদা বেগম উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, শীত নিবারনের জন্য আগুন পোহাতে থাকা গৃহবধূ সাজেদা আগুনে দগ্ধ হয়। পরে তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী অধ্যাপক ডাঃ শাহীন শাহ বলেন, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সাজেদার শরিরের ৫০-৫৫ ভাগ পুড়ে গেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকাকালীন রাশেদার মৃত্যু হয়।