বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে অগ্নিকান্ডে চার পরিবারের সবকিছু পুড়ে ছাই

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা এলাকায় একই সাথে চার পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছে আগুনের ভয়াল গ্রাসে নিঃস্ব হওয়া পরিবারের গুলোর সদস্যরা।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা কবিবাড়ি এলাকার চারটি পরিবারের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে তবে ততক্ষণে সব পুরে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্থ মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হকের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রান্না ঘরের চুলায় সকালের নাস্তা তৈরির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সেই আগুন বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে রক্ষিত নগদ অর্থ, বিয়ের স্বর্ণলংকার এবং আবাদি ধান, বাদাম, তামাক অন্যান্য জিনিষপত্রসহ আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং পরিবার গুলোর মাঝে শুকনো খাবারসহ কিছু বস্ত্র দিয়েছি। পরিবার গুলোকে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। বরাদ্দ এলে তাদের দেয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটনা জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com