সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার:: ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতেখার রহমান বলেন, তামিমকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল। কিন্তু তার অবস্থা খুবই বাজে (খারাপ) ছিল, হেলিকপ্টারে তোলা সম্ভব হয়নি। এ জন্য পাশের হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এদিকে, তামিমকে দেখতে ফজিলাতুন্নেছা হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিং। আজ দুপুর ১২টায় এই মিটিং হওয়ার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com