বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
দোহার (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী মুহাম্মদ আতিকুর রহমান।
মুহাম্মদ আতিকুর রহমান উপজেলা সদর লটাখোলা এলাকার বাসিন্দা। তিনি বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও লটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবুল বাশার ও বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক বিলকিস বেগমের সন্তান।
শিক্ষক পরিবারের সন্তান মুহাম্মদ আতিকুর রহমান বর্তমানে ঢাকায় ব্যবসা করেন। একই সাথে এলাকার সামাজিক ও মানবিক কাজের সাথে যুক্ত থেকে প্রতি মুহুর্তে এলাকার খোঁজ রাখেন বলে স্থানীয়রা জানান।
মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আমি শিক্ষক পরিবারের সন্তান। বিদ্যালয়টিও আমার নিজের এলাকার। শিক্ষাকে এগিয়ে নিতে চাই। আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে বিদ্যালয়কে দিন দিন আরো এগিয়ে নেয়ার। যাতে এলাকার শিক্ষায় ভূমিকা রাখতে পারি। পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা প্রয়োজন।
কমিটিতে, সাধারণ শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রনি, অভিভাবক সদস্য মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক।
২০২৪ সালের ৩০ জুলাই, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর, ও নং ৭৩-আইন/২০২৪ এর ৬৪ (১) ধারা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এ কমিটির অনুমোদন করেন। একই সাথে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসারকে অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হয়।