বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

শেষটায় এসে মান বাঁচালো অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক:: টপ-অর্ডারদের আরও এক ব্যর্থতার দিনে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তুলে বাংলাদেশ। তবে ইনিংসের মাঝে লিটন-হৃদয়ের ৫৩ রানের জুটিতে সহজ জয়ের পথেই এগোচ্ছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে ৩ উইকেটে ৯১ রান থেকে ১১৩ রানে পৌঁছাতেই নেই ৮ উইকেট। তবে শেষটায় এসে মান বাঁচালো অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তার অপরাজিত ১৬ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

তবে ম্যাচটা যেন একা হাতে শেষ করতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। ১১ ওভার শেষে স্কোরবোর্ডে তখন ৭৩ রান। বলে এলেন হাসারাঙ্গা। তাকে তিন বলে তিনটি ছক্কা মেরে স্বাগত জানান হৃদয়। হয়তো আরও দু-একটা ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। তবে পরের বলেই ফিরলেন লেগ বিফোরের ফাঁদে। পরের দলীয় ৯৯ রানের মাথায় আরেক সেট ব্যাটসম্যান লিটনকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসারাঙ্গাই। তবে সেখান থেকে জয়ের দূরত্ব ছিল কেবল ২৬ রানের, হাতে বল ৩৫টি ও উইকেট ৫ টি। তবে ম্যাচ ১৮তম ওভারে যেতেই অষ্টম উইকেটটাও হারায় বাংলাদেশ।

শেষ দুই ওভারে দরকার ১১ রান। এরপর ১৯তম ওভার মোড় নেয় চরম নাটকীয়তায়। দাসুন শানাকার প্রথম বলে ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ, পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন তানজিম সাকিবকে। তৃতীয় বল ডটের পর চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে মাহমুদউল্লাহকে স্ট্রাইক দেন তানজিম। এরপর একটি ডট বল এবং ওয়াইড। পরে শেষ বলে ওভার থ্রো মিলিয়ে দুই রান নিয়ে এক ওভার বাকি থাকতেই লো স্কোরিং ম্যাচে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com