বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

র‍্যাঙ্কিংয়ে সাকিবের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক:: টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর অলরাউন্ডার হয়েই বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান৷ অন্য ফরম্যাটগুলোতে সেরার স্থান আগেই হারালেও এখানে ধরে রেখেছিলেন শীর্ষস্থান।

তবে বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি তার। গড়পড়তা পারফরম্যান্সে ইতি টেনেছেন এবারের আসরের। ৭ ইনিংসে ১৮.৫০ গড়ে করেন মোটে ১১১ রান। বল হাতেও পারেননি প্রভাব রাখতে, মাত্র ৩ উইকেট নিয়েছেন।

এমন পারফরম্যান্সে বিশ্বকাপের মাঝামাঝি সময়েই র‍্যাঙ্কিংয়ের সেরার জায়গা হারান সাকিব। শীর্ষ স্থান থেকে নেমে গিয়েছিলেন পাঁচে। এরপর খানিকটা ঘুরে দাঁড়িয়ে দুই ধাপ এগিয়ে আসেন তিন নম্বরে।

তবে সুপার এইটে ফের পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় এখন আবার পিছিয়েছেন ৩ ধাপ। যা সাকিবকে দিয়েছে লজ্জা। গত এক যুগের মাঝে সবচেয়ে বাজে র‍্যাঙ্কিংয়ে এখন তিনি৷ ২০১২ সালের সেপ্টেম্বরের পর কখনো পাঁচের নিচে আসেননি সাকিব।

আবারও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার রেটিং পয়েন্টি ২২২। তালিকায় দুইয়ে থাকা আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ২১৪। ২১৩ পয়েন্ট নিয়ে তিনে হার্দিক পান্ডিয়া।

আর ২১১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারানো স্টয়নিসের অবস্থান এখন চারে। বিশ্বকাপের বাইরে থাকা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আছেন পাঁচে (২১০)। ছয়ে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ২০৬।

তবুও অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে এখনো দেশের হয়ে সেরা সাকিব। ব্যাটিংয়ে দেশের হয়ে সেরা তাওহিদ হৃদয়। তিন ধাপ এগিয়ে ৫৮৭ রেটিং নিয়ে ২৭তম স্থানে আছেন হৃদয়। বোলিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান (১৮তম)।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com