শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। এই দুই ম্যাচেই বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে, অনবদ্য ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। তার স্বীকৃতিও এবার পেলেন তিনি। ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে ১৭ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কৃপণ বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন ‘কাটার মাস্টার’। পরের ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি। সমান ৬৫৩ রেটিং নিয়ে ভারতের আর্শদিপ সিংও নবম স্থানে। ২০২১ সালের অক্টোবরের পর আবারও সেরা দশে ঢুকলেন মোস্তাফিজ।
র্যাঙ্কিংয়ের এগিয়েছেন শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলামরাও। দারুণ বোলিং করে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে অফ স্পিনার মেহেদি। সমান ৯ ধাপ এগিয়ে কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে ৩৭তম স্থানে তিনি।
প্রথম ম্যাচ না খেললেও দ্বিতীয় ম্যাচে ফিরে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ১৪ ধাপ এগিয়ে বর্তমানে ৪৩ নম্বরে আছেন তিনি। ১ ধাপ এগিয়ে ২৭তম স্থানে তাসকিন আহমেদ। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে রিশাদ হোসেন।
ব্যাটারদের মধ্যে ১৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে তানজিদ হাসান তামিম। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে এখন তিনিই। ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে তাওহিদ হৃদয়। ১৮ ধাপ এগিয়ে আর ৫০৮ রেটিং নিয়ে তিন জনের সঙ্গে যৌথভাগে ৫৩ নম্বরে জাকের আলি।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আর অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া। এই বিভাগে ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ।