সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:২০ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ক্যাম্পের ভেতরে বাস করা এক স্থানীয় রয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ এবং ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। ৮ ইস্ট এর বালুখালী জুমেরছড়ায় নিহত ব্যক্তি স্থানীয় বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

তিনি বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১১ এবং ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। ক্যাম্প-১৪ তে ১ জন, ক্যাম্প ১০ এ ৪ জন, ক্যাম্প ০৯ এ ৩জন, ক্যাম্প ০৮ এ ১জন এবং ক্যাম্প-১ ডাব্লিউ তে ১জন মৃত্যুর ঘটনা ঘটে। যেখানে ২ জন বাংলাদেশি রয়েছে।

গেলো এক সপ্তাহ ধরে কক্সবাজারে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। একারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নৃশংসতার মুখোমুখি হয়ে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। তাদের অনেকেই ভূমিধসের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com