মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পের আগুনে পুড়েছে ৩০০ বসতঘর

 কক্সবাজার  প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার দুটি রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৮ মার্চ) পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন।

তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০০ বসতি ও দোকানঘর। এ ছাড়া অগ্নিদগ্ধ এক শিশু মারা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থানীয় রোহিঙ্গারা জানান, বিকেল ৩টা ৪০মিনিটের দিকে কুতুপালংয়ের ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের ৬ নং ক্যাম্পেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ্দৌজা নয়ন বলেন, আগুনের সূত্রপাতের সঠিক তথ্য এখনো মেলেনি। আগুনে প্রায় ৩০০ রোহিঙ্গা বসতি ও দোকান পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ এক শিশু মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com