সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বৃহস্পতিবার ‘আরচারি ওয়ার্ল্ড কাপ, স্টেজ-২’ এর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন নক-আউট রাউন্ডের ১/১২ খেলা অনুষ্ঠিত হয়। ১/১২ খেলায় বাংলাদেশ মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো: রোমান সানা ও আব্দুর রহমান আলিফু ৬-০ সেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ১/৮ (প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হয়। ১/১২ খেলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ১ম সেটের স্কোর ৫৬ ও ৫৫, দ্বিতীয় সেটের স্কোর ৫৪ ও ৫২ এবং ৩য় সেটের স্কোর ৫৭ ও ৫৪।
রিকার্ভ দলগত ইভেন্টে কোরিয়া ফাইনালে উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ ইতালি। ১/৮ খেলায় বাংলাদেশ ১-৫ সেটে দ: কোরিয়ার নিকট পরাজিত হয়। ১/৮ খেলায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ১ম সেটের স্কোর ৫৬ ও ৫৮, দ্বিতীয় সেটের স্কোর ৫৩ ও ৫৬ এবং তৃতীয় সেটের স্কোর ৫৮ ও ৫৮।
এদিকে নারীদের রিকার্ভ এককে ১/১৬-এর খেলায় বাংলাদেশের ফামিদা সুলতানা নিশা তুরস্কের দেরেবাসি দেফনের কাছে ৬-২ সেটে হেরে বিদায় নেন। একজন নারী আরচার যাওয়ায় নারী রিকার্ভ দলগত ইভেন্টে অংশ নিতে পারছে না বাংলাদেশ। আজ শুক্রবার রিকার্ভ মিশ্র ও রিকার্ভ পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে।
আগামীকাল শুক্রবার রিকার্ভ পুরুষ ও মহিলা একক এবং মিশ্র দলগত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।