বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

রূপসায় মাছ ব্যবসায়ীর বাড়ীতে চুরি: নগদ টাকাসহ ১৫ ভরি স্বর্ণালংকার লুট, আটক ১

খুলনা ব্যুরো::

খুলনার রূপসায় চিংড়ি মাছ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ইসরাইল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

ভূক্তভোগী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা ও মেসার্স রাবেয়া ফিসের স্বত্ত্বাধিকারী ফারুক সানা প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজ শেষে নিজ বাড়িতে এসে একমাত্র ছেলে ইয়াছিন মুন্না সানাকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। চোরেরা গভীর রাতে তার বসতবাড়ির দোতলার জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর দু’টি রুমের আলমারি ও ওয়ারড্রপে রাখা ১৫ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা) নগদ দেড় লাখ টাকা ও কাপড়-চোপড় নিয়ে যায়।

সংবাদ পেয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক) অঞ্চল এস এম রাজু আহমেদ, রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বাগমারা এলাকার মৃত. রুস্তম আলী শেখের ছেলে ইসরাইল শেখকে আটক করেছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com