বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

রূপসার দেয়াড়ায় হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা ব্যুরো::

রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামবাসীর পক্ষ থেকে মিথ্যা হয়রানীমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকালে রূপসা প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানুল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন সাব্বির, শেখ মামুন, সাত্তার, জাকির প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয় একই গ্রামের শহিদুল করিমের পুত্র শেখ ইমামুল করিম লিপু গত ১৫ জুলাই রূপসা থানায় এলাকার নিরিহ ব্যক্তিদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার নং- জিআর-৯০/২০। মামলায় গত ১২ জুলাই রাত সাড়ে ১০টায় লিপুর দোকান চুরি হয়েছে এবং সেখান থেকে ৩ লক্ষ ৭৩ হাজার টাকা লুট হয়েছে বলে এলাকার ৫/৬ জনকে আসামী করা হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত ঘটনাটি একটি কল্পকাহিনী এবং মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট। এলাকার নিরীহ কয়েকজনের নামে মামলা করেও ক্ষান্ত হয়নি উক্ত লিপু। সে ২০ জুলাই রূপসা থানায় আরও একটি মিথ্যা সাধারণ ডায়েরী করে কথিত আসামীদের হয়রানী করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয় দেয়াড়া ফরেন মার্কেট (যেখানে লিপুর দোকান ঘর) এলাকায় রাত সাড়ে ১২টা পর্যন্ত লোকজনের সমাগম থাকে সেখানে কিভাবে একটি দোকান লুট হয়েছে তা এলাকাবাসীর প্রশ্ন। প্রকৃতপক্ষে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য ইমামুল করিম লিপু কথিত আসামীদের কাছে বড় অংকের চাঁদা দাবি করে এবং উক্ত চাঁদা পরিশোধে ব্যর্থ হওয়ায় জিডির আশ্রয় নিয়ে নতুন করে হয়রানির চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

আরও বলা হয়, লিপুর ভাই নিয়ামুল করিম হত্যা হওয়ার পর এলাকার শীর্ষ সন্ত্রাসী হান্নানকে আসামী করে রূপসা থানায় মামলা দায়ের করে লিপুর পরিবার। পরবর্তীতে হান্নানের নিকট থেকে কয়েক লক্ষ টাকার বিনিময়ে হান্নানের সাথে হাত মিলিয়ে এলাকার সাধারণ জনগণকে হয়রানি করার অচেষ্টায় লিপ্ত রয়েছে। শান্তি প্রিয় এলাকাবাসী মামলাবাজ লিপুর হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

উল্লেখ্য, আলোচিত নিয়ামুল কবির হত্যার প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী হান্নান উক্ত হত্যাকান্ডের ঘটনাটিকে ধামাচাপা দিয়ে নিহত নিয়ামুলের ভাই লিপুর সাথে হাত মিলিয়ে গ্রামবাসীকে অত্যাচার ও হয়রানি করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com