শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতিবাদ সভা

রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকা যাওয়ার পথে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল-আমিন হক অহনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

রোববার সকালে উপজেলার রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকরা এ প্রতিবাদ সভা করেন।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এর আগে শনিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকায় এলে গাড়ীর সাইড নিয়ে বির্তকের জেরে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা রুজু হওয়ার আধাঘণ্টার মধ্যে পুলিশ সাংবাদিক হামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করে।

প্রতিবাদ সভায় কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না। সংশ্লিষ্ট যমুনা টিভির সাংবাদিক আলআমিনসহ রূপগঞ্জের সাংবাদিক কিংবা অন্য জেলার সাংবাদিকরা সবাই সবার অবস্থানে নিরাপদ থাকবে সরকারের কাছে সেই পরিবেশ দাবী করছি। অতীতে যত সাংবাদিকদের উপর হামলা হয়েছে, হত্যা করেছে তাদের দ্রুত বিচার দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com