বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন

রূপগঞ্জ পৌরসভায় ভোট চেয়ে আলহাজ্ব রফিকুল ইসলামের উঠান বৈঠক

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: আগামী ২৬ জুন আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় ভোটারদের কাছে ভোট চেয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকরা উঠান বৈঠক করেছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড কেন্দুয়া এলাকায় এ উঠান বৈঠক করেন তারা।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার সফল মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু, ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শুক্কুর আলি, মোঃ ইদ্রিস আলি, আব্দুল আউয়াল, মোঃ খলিল মিয়া, শাহজালাল, ইব্রাহিম, শরিফ, আরিফ, আল আমিন, আব্দুর রহিম মোল্লা, মহিলা লীগের নেত্রী পারভীন আক্তার, নিলুফা আক্তার, রোকেয়া বেগম, মায়া আক্তারসহ আরো অনেক।

এ সময় রফিকুল ইসলাম রফিক বলেন, আমি জনতার মেয়র ছিলাম, জনতাই আমাকে তাদের ভালোবাসা দিবেন, বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌর অঞ্চল রাস্তাঘাট, ড্রেন কালভার্টসহ ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com