মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেয়ারিয়া এলাকার সেতু মিয়াকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার রাতে কেয়ারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এই কারবারিকে। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক সোহরাব হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কেয়ারিয়া এলাকার মাদক কারবারি সেতু মিয়াকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটকের পর তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে ৫০ হাজার টাকা রফাদফা করে। পরে রাতে ৫০ হাজার টাকার বিনিময়ে মাদক কারবারি সেতু মিয়াকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে এসআই সোহরাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবী করেন।