রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

রূপগঞ্জে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঘোড়াশাল নদীবন্দর কর্তৃপক্ষ। এ সময় শীতলক্ষ্যার তীর দখল করে গড়ে ওঠা কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবু বাশার বাদশার বাসভবনের বাউন্ডারি দেয়াল, উত্তরা জুট মিলের বাউন্ডারি দেয়াল, ফকির ফ্যাশনের জমির বাউন্ডারি দেয়াল, লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী একটি ভেকু মেশিন দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিআইডব্লিউটিএর ঘোড়াশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও উচ্ছেদকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করোনার কারণে দীর্ঘদিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। যে কারণে দখলদারদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন পর উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

বিআইডব্লিউটিএর ঘোড়াশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন জানান, বুধবার উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দখলদাররা যত প্রভাবশালীই হোক তাদের ছাড় নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com