মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে রূপগঞ্জ ফেরিঘাট ও গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পরান মিয়া রূপগঞ্জ গ্রামের হাবি মিয়ার ছেলে ও রুবেল ইসলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মাধবসিংহ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার সকহারী উপপরিদর্শক (এএসআই) আরিফ হোসেন জানান, পরান মিয়া ও রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা করে আসছিল এমন সংবাদ পুলিশের কাছে ছিল। শনিবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় রূপগঞ্জ ফেরিঘাটের সামনের রাস্তা থেকে পরান মিয়াকে ৫১ পিছ ইয়াবাসহ ও গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকা থেকে রুবেল ইসলামকে ২১ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।