মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
রূপগঞ্জে হারুন মিয়া মন্টু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
সোমবার রাত ১০টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরীয়া এলাকায় মহাসড়কে দাড়িয়ে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী হারুন মিয়া মন্টু মাহনা এলাকার ছায়েদ আলীর ছেলে।
সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে এমন খবর পুলিশের কাছে ছিল। ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানান, ফাঁড়ির এএসআই রাশেদুল আলম। ইন্সেপেক্টর শহিদুল আলম জানান মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।