রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে হাইওয়ে সড়কে ময়লার ভাগাড়

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় চট্টগ্রাম-গাজীপুর হাইওয়ে সড়কের উপর ময়লার ভাগাড়ে পরিবেশ বিপর্যয় হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে হাইওয়ে সড়কের উপর ময়লার ভাগাড় থাকায় পথচারীদের অনেক দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে প্রতিনিয়ত। হাইওয়ে সড়কে ময়লার ভাগাড় পরিস্কার করতে কাউকে কোন দায়িত্ব দেয়া হচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

সরজমিনে দেখা যায় রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ৩ কাঁচাবাজারের বিপরীত পাশে গাজীপুর চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের উপরে ময়লার বিশাল ভাগাড় সৃষ্টি হয়েছে।

প্রতিদিন এ স্থান দিয়ে হাজার হাজার মানুষের চলাচল রয়েছে। আবর্জনার পঁচা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কের এই স্থান দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রী, স্কুল, কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের। এতে বাতাসে নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় পথচারীরা।কর্তৃপক্ষের অবহেলায় ধীরে ধীরে এখানে ময়লার ভাগাড়ে পরিণত হয়।

এই ময়লার ভাগাড় ধীরে ধীরে সড়কের তিন ভাগের দুই ভাগ দখলে নিয়ে নিয়েছে। পথ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সড়কের এ স্থানে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এছাড়া খোলা জায়গায় স্তূপ করা এসব ময়লা আবর্জনার উৎকট গন্ধে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

কয়েকজন পথচারী জানান একেতো দুই পাশের রাস্তা অবৈধ দোকানপাট বসিয়ে দখল করে রেখেছে ফার্নিচার ব্যবসায়ীরা। পুলিশ কয়েকবার অভিযান চালিয়ে এ সকল অবৈধ দখলবাজদের হাত থেকে দখল মুক্ত করতে পারেনি।

তার উপর আবার মহাসড়কের পাশে স্তুপ করা এসব ময়লা আবর্জনার উৎকট গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে এলাকার লোকজনের পাশপাশি বাসযাত্রী ও পথচারীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই ময়লার দুর্গন্ধে রাস্তায় চলাচলকারী লোকজনকে নাকে রুমাল বা কাপড় চেপে চলাচল করতে হচ্ছে। এখানে রয়েছে বাংলাদেশের আলোচিত ভুলতা গাউছিয়া কাপড়ের মার্কেট। সারাদেশের হাজার হাজার ব্যবসায়ী প্রতি মঙ্গলবার এ কাপড়ের হাটে আসেন। তারা সকলেই পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে।

এখানে রয়েছে দশটির অধিক হাসপাতাল, স্কুল, কলেজ ও মাদ্রাসা। রয়েছে শত শত শিক্ষার্থী। আনাগোনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের।

খোঁজ নিয়ে জানা যায় ভুলতা গাউছিয়া এলাকায় কাঁচামালের আড়ৎ, মহাসড়কের উপর কাঁচাবাজার, হোটেল রেস্তোরা সহ গাউছিয়া এলাকার সকল ময়লা আবর্জনা এমন কি বাড়িঘরের আবর্জনা সড়কের ফেলা হচ্ছে। আর এই বর্জ্যে সৃষ্টি হচ্ছে ময়লার ভাগাড়। এখানকার ময়লা আবর্জনা পুচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ করলেও এদিকে কোন দৃষ্টি নেই কর্তৃপক্ষের।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ গোলাকান্দাইল এলাকার ময়ালার কন্ট্রাকটর জহিরের ভ্যানচালক বলেন ভুলতা ফাঁড়ির এক পুলিশ অফিসারের বাল লিখিত অনুমোদনে এখানে ময়লা ফেলা হচ্ছে।

জানা যায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন সভায় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে কয়েকবার ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

সচেতন মহল বলেন উপজেলা প্রশাসন থেকে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করলে কেনই বা পুনরায় ওই স্থানে ময়লা ফেলা হয় আমরা তার কারণ জানতে চাই। বারবার পরিষ্কার করার পর কেনই বা কারা পুনরায় ওই একই স্থানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ আমরা এর স্থায়ী সমাধানের জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com