শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির মালিক নিজাম উদ্দিন (৪৭) ও তার স্ত্রী রোজিনা বেগমকে (৩৮) বেধড়ক পিটিয়ে আহত করে করেছে। এসময় ডাকাতরা ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন কালি এলাকার প্রবাসী নিজাম উদ্দিন এর বাড়িতে।
প্রবাসী নিজাম জানান সে দীর্ঘদিন যাবত সৌদি আরবে চাকুরী করে আসছে। সে গত ৩৫ দিন আগে ৩ মাসের ছুটি নিয়ে বাড়িতে আসে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিন টার ৮/১০ জনের একদল ডাকাত লাঠির মাধ্যমে ঘরের দরজা খুলে ঘরে ঢুকে প্রথমেই তাদের মারধর করে এবং হাত পা বেধে ফেলে।
পরে ঘরের থাকা স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা লুটে নেয়। এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন ইনচার্জ স্যার বাণিজ্য মেলায় ডিউটি করেন। আর আমরা ঘটনা জানতে পারিনি জানতে পারলে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যেতে পারতাম। তাই এ ঘটনা থানায় গিয়ে জানাতে পারেন।
এ ঘটনায় মালমার প্রস্তুতি চলছে বলে জানান আহত প্রবাসী নিজাম উদ্দিন।