রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কের সংযোগস্থল গোলাকান্দাইল চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে ইয়াছিন গং লুটপাট,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতীষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে,তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারনে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকী ধামকী দিচ্ছে। তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার চাই। এ সময় এলাকাবাসীদের মাঝে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল এলাকার আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা,মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন, আব্দুল হালিম, আলামিন, বিল্লাল, হাবিবুর রহমান টিটুসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com