বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরী‘র আয়োজনে বিনামূল্যে চক্ষূ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
রোববার সকালে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামূড়া এলাকায় হাজী মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের কার্যক্রম উদ্বোধন করেন, সরকারী গ্যাজেটভুক্ত সমাজসেব আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরী‘র প্রাক্তন ক্যাবিনেট সেকরেটারী (ডিএওয়ান) মোঃ ফরিদুল হক, বর্তমান সভাপতি সাজেদুর রহমান, সাবেক সভাপতি লায়ন হরে রাম দাস, লায়ন মারুফ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ভুঁইয়া, লায়ন শামীম মাহবুব, আল রাফি হাসপাতালের পরিচালক আব্দুল মতিন, শিল্পপতি শাহীন ভূঁইয়া স্বপন প্রমূখ।
চিকিৎসা ক্যাম্প আয়োজক মোজাম্মেল হক ভুঁইয়া বলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরীর পক্ষ থেকে প্রতি বছর সারাদেশ ব্যাপি বিভিন্ন অঞ্চলে দুস্থ্য ও অসহায় অন্ধ বা চক্ষূরোগীদের বিনামূল্যে রোগ সনাক্ত, ছানি অপারেশন, হাসপাতাল যাতায়াত ও আহার খরচসহ সেবা দিয়ে আসছি।
কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম বলেন, প্রতি বছরের ন্যায় রূপগঞ্জের এ বছর ২১জন দুস্থ্য ও অসহায় হতদরিদ্র চক্ষুরোগী সনাক্ত করে তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ধরনের রোগী থাকলে সংগঠনের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।