রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের তিন মাদক সেবনকারীকে যৌথ বাহিনীর অভিযানে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫শ’ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।
বুধবার (৩০ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে আরাফাত(২২), ৪নং ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া (২১) ও ঢাকার ধামরাই থানার বাড়াালিয়া বাজার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আলামিন (১৯)।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, দন্ডপ্রাপ্তদের কাছ থেকে যৌথবাহিনীর সদস্যরা গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করে। তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।