শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্তর বাড়িতে আগুন

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্তর বাড়িতে আগুন

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জের রুপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম করায় অভিযুক্তের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়ন পাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁড়াগাও এলাকার ব্যবসায়ী রাসেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন একই এলাকার লিয়াকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী শাহিন মিয়া ও তার সহযোগীরা। চাঁদা দাবির বিষয়টি লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক আবু হানিফ জানতে পেরে মাদক ব্যবসায়ী শাহিন মিয়াকে জিজ্ঞাসা করতে যায়। এ সময় শাহিন ও তার সহযোগীরা আবু হানিফকে এলোপাথালি ভাবে কুপিয়ে যখম করে।

এদিকে আবু হানিফ মিয়ার জখম হওয়ার সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজন ক্ষিপ্ত হয়ে শাহিন মিয়ার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। অল্প সময়ের মধ্যে আগুন দুইটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌছে এবং ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে সেনাবাহিনী টহল টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, শাহীন ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করে আসছিলো এমন ঘটনা জানতে পেরে আবু হানিফ তাদেরকে বাধা দিলে শাহীন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আবু হানিফকে কুপিয়ে জখম করে মুলত তারই জের ধরে আবু হানিফের পরিবারের লোকজন শাহীন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com