বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের আটকে হামলার স্বীকার এসআই নাদির

রূপগঞ্জ প্রতিনিধি::

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটকের পর হামলার স্বীকার হয়েছে ফাঁড়ির এসআই নাদির-উ-জামানসহ ২জন। এসময় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা একত্রে পুলিশের উপর হামলা চালিয়ে ১টি অটো-রিকশা ভাংচুর করে অস্ত্র নিয়ে যায়। অটোচালক সাইফুল ও এসআই নাদির উ-জামানকে কুপিয়ে তারা গুরুতর আহত করে বলে জানা গেছে। তবে পিস্তলটি বালুর মাঠের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের সাবাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৭টায় উপজেলার টেংরারটেক প্রাথমিক স্কুল ও টেলাপাড়া এলাকায়।

ছিনতাইকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির সময় নাদির-উ-জামানের পিস্তল ছিনিয়ে নিয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বলাইখা এলাকার কবির স্ত্রী সন্ধ্যা ৭টার দিকে টেংরারটেক এলাকায় আসার পর ছিনতাইকারীরা তার গলার সোনার চেইন ছিনতাই করে। পরে সে ভুলতা ফাঁড়িতে ছিনতাইয়ের ঘটনা বলার পর ফাঁড়ির এসআই নাদির-উ-জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে দুই ছিনতাইকে আটক করে এবং তাদের দেহ তল্লাসী করলে তাদের কাছ থেকে চেইনসহ কযেকশত পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে। এসময় টেলাপাড়া এলাকার সাফির ছেলে হানজালা তার বাহিনী নিয়ে অবস্থান করে। সেখানে গিয়ে পৌছামাত্রই তার বাহিনীর হামলার স্বীকার হয় এসআই নাদির-উ-জামান। খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক অভিযান চালিয়ে খালের ডোবা থেকে খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার করে। এ ঘটনায় হানজালার স্ত্রী ও মাসহ এলাকার প্রায় ১০জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com